Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাতেমায় আগ্রহ বাড়ছে কৃষকের

মোহাম্মদ আবু তাহের, বিরামপুর (দিনাজপুর) থেকে | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ১২:০৬ এএম

দিনাজপুর জেলার বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় বাড়ছে নতুন ধান ‘ফাতেমা’র আবাদ। নতুন ধানের বাম্পার ফলন হওয়ায় এ ধান চাষে কৃষকের আগ্রহ বাড়ছে।
সরেজমিনে জানা যায়, নবাবগঞ্জ উপজেলা গোলাপগঞ্জ ইউনিয়ন-এর জগন্নাথপুর গ্রামের মোহাম্মদ ইয়াসিন আলীর সুযোগ্য পুত্র কৃষিবান্ধব সফল কৃষক আহসান হাবীব নতুন জাতের ফাতেমা ধান চাষ করে অধিক ফলন পেয়ে এই নতুন জাতের ধান চাষে এলাকায় সাড়া জাগিয়েছে। ফলন হয়েছে বাম্পার।
কৃষক আহসান পেশায় ফুলের নার্সারি ও কসমেটিকসের ব্যবসায়ী হলেও কৃষিতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে তার নেশা দীর্ঘদিনের। নতুন প্রযুক্তির অংশ হিসাবে নতুন জাতের ধান ‘ফাতেমা’ চাষ করে এলাকায় সাড়া ফেলে দিয়েছে। একর প্রতি ফলন হয়েছে ১১৭ মন।
প্রতি বিঘা ৩৯ মন ধান উৎপন্ন হয়েছে। তিনি বোরো-এর এই মৌসুমী একর জমিতে এ জাতের ধান লাগিয়েছেন। শ্রেণিভেদে সকল জমিতে আবাদযোগ্য ধানের চাষ হয়। এই ধানের গুণগতমান ভালো। চিকন ঝরঝরে ভাত হয় ধবধবে সাদা। ভাত খেতে সুস্বাদু। এ জাতের ধান আমন ও বোরো মৌসুমে চাষ হয়। এই ধানের গাছের থোড় অন্য ধানের গাছের তুলনায় অধিক বেশি। গাছগুলি শক্ত হেলে পড়ে না। এটি অন্য জাতের ধানের তুলনায় শক্ত ও মোটা অধিক ফলন শীল। কীটনাশক প্রয়োগের মাত্রা কম।
এলাকার কৃষক আহসান হাবিব জানান, দীর্ঘ দুই বছর পূর্ব থেকে এই ধান আবাদ করে আসছেন। আবাদের বাম্পার ফলন হওয়ার কারণে ধানের প্রতি আকৃষ্ট হয় ক্ষেত্রের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। নতুন ধানের প্রযুক্তি দেখে অধিক বাম্পার ফলনের আশায় কৃষকরা এই ধান চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। ধানটি হল মিনিকেট ধানের মত চিকন। আহসান হাবিব আরো জানান, এবার তিনি বীজ হিসেবে ৬ মন ধান আমন মৌসুমী কৃষকদের মাঝে স্বল্প মূল্যে সরবরাহ করেছেন। এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোস্তাফিজুর রহমান জানান, নবাবগঞ্জ উপজেলায় কয়েকজন কৃষক এই নতুন ধানের জাতের ফাতেমা ধান চাষ করেছেন। বাম্পার ফলন পেয়েছেন বলেও তিনি শুনেছেন। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই নতুন প্রযুক্তির ধানটি এখনো পরীক্ষা-নিরীক্ষা করে উদ্ভাবন করেননি বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ