Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত হচ্ছে দি আয়াত-এর প্রথম মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে, ব্যান্ড দল ‘দি আয়াতস’-এর প্রথম গান ‘ঝড়’। বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঈগল মিউজিকের অফিসিয়াল মিউজিক ভিডিও চ্যানেলের মাধ্যমে গানটি প্রকাশিত হচ্ছে। এর আগে এই ব্যান্ডের ‘খুঁজি তোরে’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় ‘ঝড়’ গানটির মিউজিক ভিডিও নিয়েও আশাবাদী ব্যান্ড সদস্যরা। ব্যান্ডের কর্ণধার আবিদ রনী বলেন, ‘দীর্ঘদিনের চিন্তা ছিল একটি ব্যান্ড করার। সময়-সুযোগ না হওয়ায় ব্যান্ডদল করা হয়ে ওঠেনি। আতিক শামস-এর সাথে পরিচয়ের পর উৎসাহটা বেড়ে যায়।’ ব্যান্ডের নামকরণের ব্যাপারে তিনি বলেন, ‘আমরা আসলে কথা প্রধান বা কথা প্রাধান্য দেয়ার জন্য নামটি দিয়েছি। প্রতিটি গানের কথার মাঝে প্রেম ও আধ্যাত্মিকতার ছোঁয়া পাবেন শ্রোতাগণ। উল্লেখ্য, বেজ গিটারিস্ট বাবু, ভোকাল ও গিটারিস্ট আতিক শামস্, ভোকাল ও কি বোর্ডিস্ট নিকার এবং ব্যান্ড ম্যানেজার ও গিটারিস্ট শাওন সদস্যদের নিয়ে ব্যান্ডটি তার যাত্রা শুরু করে। শীঘ্রই পূর্ণাঙ্গ অ্যালবাম বাজারে আসবে বলে জানিয়েছে ব্যান্ড দলটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ