প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : প্রয়াত চিত্রনায়িকা দিতি’র প্রযোজনা সংস্থা ডিএলডি’র হাল ধরলেন তার মেয়ে লামিয়া চৌধুরী। এ প্রযোজনা সংস্থা থেকে নিয়মিত নাটক ও টেলিফিল্ম প্রযোজনা করা হবে জানান লামিয়া। লামিয়া বলেন, ‘আম্মু কষ্ট করে তার প্রযোজনা সংস্থা ডিএলডি’কে দাঁড় করিয়েছিলেন। আমি চেষ্টা করবো আম্মুর প্রযোজনা সংস্থাকে টিকিয়ে রাখতে। প্রাথমিক চেষ্টা হিসেবে আমি এবং আদিত্য জনি যৌথভাবে একসঙ্গে প্রথম ডিএলডি’র পুনঃযাত্রা শুরু করেছি। সবার কাছে দোয়া চাই যেন ডিএলডি প্রযোজনা সংস্থা থেকে ধারাবাহিকভাবে কাজ করে যেতে পারি। ইতোমধ্যে দুই পুতুলের গল্প নামে একটি নাটক নির্মাণ করেছি।’ আজম খানের রচনায় ‘দুই পুতুলের গল্প’ নাটকে অভিনয় করেছেন নাইম, বাঁধন ও কল্যাণ। নাঈম বলেন, ‘দিতি আপার নির্দেশনায় কাজ করতে পারিনি। সহশিল্পী হিসেবে কাজ করেছি। লামিয়া’র চিন্তা-ভাবনা আধুনিক। তাকে সবাই সহযোগিতা করলে দেশের প্রথম সারির একজন পরিচালক হিসেবে লামিয়া নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।’ বাঁধন বলেন, ‘দিতি আপু নেই, এখনো তা ভাবলে কষ্ট পাই। আমরা সবাই চাই ডিএলডি যেন দাঁড়িয়ে থাকে, কারণ ডিএলডি দিতি আপুর অনেক কষ্টে গড়া প্রতিষ্ঠান।’ লামিয়া চৌধুরী জানান, শিগগিরই ‘দুই পুতুলের গল্প’ একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে লামিয়া জানান, চলতি মাসের শেষপ্রান্তে তিনি এককভাবে ‘আয়েশা’ নামক একটি ধারাবাহিক নাটক নির্মাণের কাজ শুরু করবেন। এই ধারাবাহিকটিও নির্মিত হবে ‘ডিএলডি’ প্রযোজনা সংস্থা থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।