Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তারুণ্যের কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের ৫৪তম শুভ জন্মদিন উপলক্ষে পারফর্মিং আর্ট সেন্টার ও অনুষ্ঠান উদ্্যাপন কমিটির উদ্যোগে আজ ২২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রেজাউদ্দিন স্টালিনের জন্ম ১৯৬২, বৃহত্তর যশোর জেলার নলভাঙা গ্রামে। পিতা শেখ বোরহানউদ্দিন আহমেদ। মাতা রেবেকা সুলতানা। কাব্যগ্রন্থ সংখ্যা ৪০, স্বকণ্ঠ আবৃত্তি ৩টি ক্যাসেট। সাহিত্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি, মাইকেল মধুসূদন, খুলনা রাইটার্স ক্লাব, ধারা সামাজিক সাংস্কৃতিক, দার্জিলিং নাট্যচক্র, পশ্চিমবর্ষের সব্যসাচী, রংপুর বজ্রকথা, ঢাকা সিটি কর্পোরেশন, সিটি আনন্দ আলো ও রাইটার্স গিল্ড পুরস্কার। অগ্নিবীণা ঢাকা, অগ্নিবীণা চুয়াডাঙ্গা, অগ্নিবীণা ফরিদপুর, চাঁদপুর ইলিশ উৎসব, ডায়নামিক গ্রæপ সম্মাননা এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভাসিটি ও তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া সম্মাননা, বাদাম সাংস্কৃতিক সম্মাননা-আমেরিকা। জন্মদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বারডেম কার্ডিয়াকের প্রধান নির্বাহী ও যশোর সমিতির সভাপতি প্রফেসর ডা. এম.এ. রশীদ। প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর আবুল কাসেম ফজলুল হক। সম্মানিত অতিথি থাকবেন তত্ত¡¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লি.-এর উপদেষ্টা নাসির এ চৌধুরী, সাংবাদিক কলামিস্ট ও শিশুসাহিত্যিক রফিকুল হক দাদুভাই, কবি আসাদ চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, কবি মুহম্মদ নূরুল হুদা, কবি সাযযাদ কাদির, কবি হাবীবুল্লাহ সিরাজী, সানলাইফ ইন্স্যুরেন্স কো. ও বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারপার্সন অধ্যাপক রুবিনা হামিদ, কবি আল মুজাহিদী, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, কবি মতিন বৈরাগী, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, কবি ও সংসদ সদস্য কাজী রোজী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কবি প্রাকৃতজ শামিম রুমি টিটন, ডাইনামিক গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক এম নাজুমুল হাসান। সূচনা শুভেচ্ছা দেবেন দৈনিক ভোরের পাতা’র ব্যবস্থাপনা সম্পাদক কবি আবেগ রহমান, মূল বক্তব্য উপস্থাপন করবেন সৈয়দ রানা মুস্তফী, আলোচনা করবেন অধ্যাপক ড. বিশ^জিৎ ঘোষ, স্বাগত বক্তব্য দেবেন কবি মিন্টু হক এবং ধন্যবাদ প্রদান করবেন ম্যাজিক লণ্ঠন সম্পাদক রতন মাহমুদ। সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন দেশের প্রখ্যাত কবি সাহিত্যিক এবং শিল্পীবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ