Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহ পরিচারিকাকে গরম খুন্তি দিয়ে ছ্যাকা দেয়ার অভিযোগ

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কাজের মেয়েকে শারীরিক নির্যাতনের পর গরম খুন্তি দিয়ে ছ্যাকা দিয়েছেন সেনা অফিসারের স্ত্রী। থানায় মামলা নিচ্ছে না। জানা গেছে, আমতলী উপজেলা দক্ষিণ কালিপুরা গ্রামের মৃত আব্বাস মোল্লার ১১ বছরের শিশু কন্যা জাহানারাকে ২০১৬ সালের জুলাই মাসে পার্শ্ববর্তী সোহরাফ তালুকদারের স্ত্রী তাসলিমা আক্তার লুনার মাধ্যমে ঢাকাস্থ সেনা মেজর মো. মাহরুফের স্ত্রী অনি বেগম তার বাসভবনে কাজের জন্য নেন। কাজে কর্মে ত্রুটির কারণে অনি বেগম তাকে প্রায়ই গালিগালাচ ও মারধর করতো। সম্প্রতি তাকে বেধরক মারধর করে গ্যাসের চুলার আগুনে স্টিলের খুন্তি গরম দিয়ে তার বাম বাহুতে ছ্যাকা দিলে পোড়া ক্ষত হয়। এমতাবস্থায় অনি বেগম জাহানারাকে পটুয়াখালীতে তার মা মৃতঃ হালিম উকিলের স্ত্রী হাফেজা বেগমের বাসায় পাঠিয়ে দেয়। সেখান থেকে জাহানারা মা সাফিয়া বেগম তার মেয়েকে উদ্ধার করে এনে আমতলী হাসপাতালে ভর্তি করে। এক সপ্তাহ পর হাসপাতাল থেকে অসুস্থ অবস্থায় তাকে রিলিস করে দিলে সাফিয়া বেগম আমতলী থানায় গিয়ে মেজর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করলে থানায় মামলা গ্রহণে অসম্মতি জানায়। পরে সাফিয়া বেগম রেজিস্ট্রি, ডাকযোগে আমতলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বরগুনা জেলা পুলিশ সুপার বরাবর পৃথক অভিযোগ দায়ের করেন। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা গ্রহণ করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ