Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে চাঁদপুরের ফায়ারম্যান ইমরান নিহত

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ১০:০২ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডের পর উদ্ধার কাজে যান সীতাকুন্ডের ফায়ার স্টেশন কর্মী চাঁদপুরের ইমরান মজুমদার (৪০)। কিন্তু ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ৮ ঘন্টা পর তাঁর লাশের খোঁজ পেয়েছেন স্বজনরা। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস।

নিহত ইমরান মজুমদার বাংলাদেশ ফায়ার সার্ভিসে ২০০১ সালে ফায়ারম্যান হিসেবে যোগদান করেন, তিনি একজন দক্ষ এবং সাহসী ফায়ারম্যান ছিলেন।

চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর কচুয়ায় ইউনিয়নের সিংড্ডা গ্রামের মকবুল হোসেনের ছেলে নিহত ইমরান মজুমদার। মৃত্যুকালে তিনি দুইসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে যান।

নিহত দমকল কর্মী ইমরানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে পারিবারিক সূত্রে জানাযায়।

এদিকে ইমরান মজুমদার মৃত্যুতে তার নিজ বাড়ী সিংড্ডা গ্রামে চলছে শোকের মাতম। ওই গ্রামের সর্বত্রই কান্নার আওয়াজে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। তার ছাত্র-জীবনের বন্ধু মহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকপ্রকাশ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ