Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:০২ এএম

নোয়াখালী জেলা শহর মাইজদীতে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার সকালে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গত শনিবার সন্ধ্যার দিকে মাইজদী শহরে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আনোয়ার রশিদের ছেলে আতাউর রশিদ, সোনাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফাহাদ চৌধুরী হিমেল, মতিপুর গ্রামের মৃত আব্দুল গোফরানের ছেলে আব্দুর রহমান মিশু ও উপজেলার নেয়াজপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের শাহ মোয়াজ্জেম হোসেনের ছেলে খালেদ সাইফুল্লা ওরফে অনন্ত। নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পথচারী আব্দুর রহীম শিল্পকলা একাডেমীর পাশ দিয়ে হেটে যাওয়ার সময় চার কিশোর গ্যাং সদস্যরা আবদুর রহীমের গতিরোধ করে তাকে মারধর করে মুঠোফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগি আব্দুর রহীম বিষয়টি প্রশাসনকে জানালে গোয়েন্দা পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত মুঠোফোনসহ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ