Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় ১০ মাসে ৪২ খুন, ৪৫ ধর্ষণ ও ৯৮ নারী নির্যাতন, জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম



নেত্রকোনা জেলায় জানুয়ারি থেকে অক্টোবর ১৬ পর্যন্ত গত ১০ মাসে ৪২টি খুন, ৪৫টি ধর্ষণ ও ৯৮টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। খুন, ধষণ ও নারী নির্যাতনের সংখ্যা বেড়ে যাওয়ায় জনসাধারণের মনে চরম আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জানুয়ারি মাসে ৫টি খুন, ২টি ধর্ষণ ও ১৩টি নারী নির্যাতন, ফেব্রুয়ারি মাসে ৩টি খুন, ৪টি ধর্ষণ ও ৭টি নারী নির্যাতন, মার্চ মাসে ৪টি খুন, ৪টি ধর্ষণ ও ৯টি নারী নির্যাতন, এপ্রিল মাসে ৫টি খুন, ৪টি ধষণ ও ১২টি নারী নির্যাতন, মে মাসে ৪টি খুন, ৩টি ধষণ ও ৪টি নারী নির্যাতন, জুন মাসে কোনো খুন নেই, ৪টি ধর্ষণ ও ১৩টি নারী নির্যাতন, জুলাই মাসে ৪টি খুন, ৬টি ধর্ষণ ও ৭টি নারী নির্যাতন, আগস্ট মাসে ৮টি খুন, ৩টি ধর্ষণ ও ৮টি নারী নির্যাতন, সেপ্টেম্বর মাসে ৪টি খুন, ৮টি ধষণ ও ৮টি নারী নির্যাতন, অক্টোবর মাসে ৫টি খুন, ৭টি ধর্ষণ ও ১৭টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ, এলাকায় আধিপত্য বিস্তার, দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, যৌতুক, পরকীয়া প্রেম, প্রেম সংক্রান্ত, মাদক, জুয়া, সুদ ও আর্থিক লেনদেন নিয়েই এ সকল খুন ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। ফলে শান্তিপ্রিয় নেত্রকোনায় আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় জনমনে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সমাজ বিশ্লেষক বলেন, কোনো এলাকায় একটি খুন, ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটার পরপরই ঘটনার সাথে জড়িতদের ছাড়াও বিপুলসংখ্যক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। এর ফলে পুলিশের গ্রেফতার বাণিজ্যের সুযোগ সৃষ্টি হওয়ায় প্রকৃত অপরাধীরা অনেক সময় থাকে ধরাছোঁয়ার বাইরে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো ঘটনার উদ্ভব হওয়ার পর তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রাজনৈতিক বিবেচনায় না নিয়ে অপরাধীর বিরুদ্ধে সঠিক আইনের কঠোর প্রয়োগ করলে খুন, খারাবি, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। এ ব্যাপারে পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, নেত্রকোনায় রাজনৈতিক কোনো খুনের ঘটনা ঘটেনি। খুন-খারাবি ধর্ষণ ও নারী নির্যাতনের সংখ্যা যাতে কমিয়ে আনা যায় সেই লক্ষ্যে পুলিশ বিভাগ প্রতিটি উপজেলায় বিভিন্ন শ্রেণী-পেশার লোকদের নিয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের আওতায় জনগণকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ