বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে ৪২টি ওয়াগনে ২ হাজার ৪৫৭ মেট্রিক টন গম হিলি রেল স্টেশনে এসেছে। আর এ থেকে সরকার রাজস্ব (ভাড়া বাবদ) পেয়েছেন ৯ লাখ ৪৮ হাজার ২৪০ টাকা। গতকাল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী। তিনি জানান, গতকাল রোববার সকাল সাড়ে ১০ টায় ভারত থেকে দিনাজপুরের বিরল হয়ে ৪২টি গমের ওয়াগন নিয়ে হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়। ৪২ ওয়াগনে ২ হাজার ৪৫৭ মেট্রিক টন গম রয়েছে। ভাড়া বাবদ রাজস্ব আদায় হয়েছে ৯ লাখ ৪৮ হাজার ২৪০ টাকা। তিনি আরও জানান, বন্দরের আব্দুল হাকিম মণ্ডল নামের আমদানিকারক এসব গম এনেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।