Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়পুকুরিয়ার ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্ত লোকজন ৮ দফা দাবিতে গতকাল সোমবার সকাল ১১টায় বড়পুকুরিয়া বাজারে জীবন পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির ব্যানারে এক ঘণ্টা মানববন্ধন করেছে। এ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক এম মশিউর রহমান বুলবুল, যুগ্ম আহ্বায়ক আলহাজ লিয়াকত আলী, আঃ গনি, হামিদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাদেকুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান আনোয়ার হোসেন, জাপা নেতা সোলায়মান সামি, মসফিকুর রহমান, সাইদুর রহমান, রেজওয়ানুল হক, মামুন সুলতান, আলহাজ বেলাল উদ্দিন প্রমুখ। বিস্তারিত সমস্যা তুলে ধরে তারা বলেন, ইতোপূর্বে জমিজমা, ঘরবাড়িসহ বেশ কিছু অবকঠামো মিলে ৬২৭ একর জমি কর্তৃপক্ষ অধিগ্রহণ করে ক্ষতিপূরণ দিয়েছেন। এর বাইরের গ্রাম জনপদের জীবনযাত্রা এখন দুর্বিষহ। শিক্ষার্থীদের লেখাপড়া করতে হচ্ছে ঝুঁকির মধ্যে। তারা খনি বিরোধী নন। তবে তাদের প্রশ্ন এই দুর্যোগ-দুর্ভোগ মোকাবিলা করে তারা কীভাবে বসবাস করবেন? তারা বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক এস এম এন আওরঙ্গজেব বরাবরে স্মারকলিপি দিয়েছেন। যোগাযোগ করলে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়গুলো সরেজমিন দেখে গঠনমূলক পদক্ষেপ নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ