রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে রহস্যজনক অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গত রোববার দুপুরে বন্দর বাজারের ফেরি ঘাট সংলগ্ন আ’লীগ কার্যালয়ের পাশের ডেকোরেটরের মালপত্র রাখার গোডাউন ঘর থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত হয়। এ ঘটনায় আ’লীগ কার্যালয়ের একাংশ পুড়ে যায়। এছাড়া অর্ধশতাধিক প্লাস্টিকের চেয়ার, ৮টি সিলিং ফ্যান, টেবিল, বিভিন্ন আসবাবপত্র ও দোতলার ডেকোরেশনসহ পাটাতন এবং চালের টিন পুড়ে যায়। প্রথমে দলীয় কর্মী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে বানারীপাড়ার ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। উপজেলা আ.লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা জানান, অগ্নিকা-ে আ.লীগ কার্যালয়ের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ও উপজেলা আ’লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকা-ের কারণ খুঁজে বের করতে প্রশাসনকে নির্দেশ দেন। উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক জানান, জেলা প্রশাসকের নির্দেশে আ’লীগ কার্যালয়ে অগ্নিকা-ের রহস্য উদঘাটনে উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবিরকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটি তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিল হয়েছে। কমিটির অন্যরা হলেনÑ সদস্য সচিব ওসি জিয়াউল আহসান, সদস্য কৃষি কর্মকর্তা ওলিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা ও ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ তৌহিদ গাজী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।