Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানারীপাড়ায় আ.লীগ কার্যালয়ে অগ্নিকান্ড রহস্য উদঘাটনে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে রহস্যজনক অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গত রোববার দুপুরে বন্দর বাজারের ফেরি ঘাট সংলগ্ন আ’লীগ কার্যালয়ের পাশের ডেকোরেটরের মালপত্র রাখার গোডাউন ঘর থেকে এ  অগ্নিকা-ের সূত্রপাত হয়। এ ঘটনায় আ’লীগ কার্যালয়ের একাংশ পুড়ে যায়। এছাড়া অর্ধশতাধিক প্লাস্টিকের চেয়ার, ৮টি সিলিং ফ্যান, টেবিল, বিভিন্ন আসবাবপত্র ও দোতলার ডেকোরেশনসহ পাটাতন এবং চালের টিন পুড়ে যায়। প্রথমে দলীয় কর্মী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে বানারীপাড়ার ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। উপজেলা আ.লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা জানান, অগ্নিকা-ে আ.লীগ কার্যালয়ের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ও উপজেলা আ’লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকা-ের কারণ খুঁজে বের করতে প্রশাসনকে নির্দেশ দেন। উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক জানান, জেলা প্রশাসকের নির্দেশে আ’লীগ কার্যালয়ে অগ্নিকা-ের রহস্য উদঘাটনে উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবিরকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটি তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিল হয়েছে। কমিটির অন্যরা হলেনÑ সদস্য সচিব ওসি জিয়াউল আহসান, সদস্য কৃষি কর্মকর্তা ওলিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা ও ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ তৌহিদ গাজী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ