রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু খরব পাওয়া গেছে। এছাড়া রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নানা বাড়িতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে অন্য এক শিশুর মৃত্যু হয়। এ বিষয়ে আমদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনÑ
হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে আহান (৩) নামে এক শিশুর মৃত হয়েছে। গতকাল রোববার সকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের ফটিকা গ্রামের জাফর সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। সে করিমের পুত্র। নিহতের পিতা করিম বলেন, প্রতিদিনের মত সকালে আমি ঘর থেকে বের হয়ে দোকানে চলে আসি। পরিবারের লোকজন অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। তাকে অনেক খুঁজাখুঁজি করার পর পুকুরের পানিতে ভাসতে দেখলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় হোসেন মন্ডলপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু। জানা যায়, দৌলতদিয়া ৪নং ওয়ার্ডের বরকত সরদারপাড়ার মোস্তফার ছেলে রোমান (৮), চার দিন আগে সে তার মায়ে সাথে নানা বাড়িতে বেড়াতে আসে। গত শনিবার দুপুরে কয়েক জন শিশুর সাথে পুকুরে গোসল করতে যায় সবাই গোসল করে চলে আসলে রোমানকে কেউ খুজে পাচ্ছে না। তখন গ্রামের লোকজন পুকুরে খুঁজাখুঁজি করে শিশুকে উদ্ধার করে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।