Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নলছিটিতে বিচার দাবিতে মানববন্ধন

নলছিটি (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:০২ এএম

ঝালকাঠির নলছিটিতে মোটরবাইক শ্রমিকলীগের সভাপতিসহ তার পরিবারের সদস্যদের কুপিয়ে আহত কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ গেট সম্মুখে এ মানববন্ধন করেন মোটরবাইক শ্রমিক ও স্থানীয় সাধারণ। এসময় মোটরবাইক শ্রমিক লীগের সভাপতি ইমরান হাওলাদারের ভাই রাসেল হাওলাদার বলেণ, ইদ্রিস হাওলাদার ও শহিদ হাওলাদারসহ দশ থেকে বার জন গত ৩০ মে রাতে আমাদের বসত ঘরের জানালা কেটে ডাকাতির উদ্দেশ্যে আমাদের ঘরে প্রবেশ করে, এসময় আমরা তাদের চিনে ফেলায় তারা আমার ভাই ইমরান হাওলাদার, তার স্ত্রী ও আমার বাবাকে কুপিয়ে গুরুত্বর জখম করে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, মোটরবাইক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার ও বাদশাহ হাওলাদার প্রমুখ। এসময় মটরবাইক শ্রমিকসহ অসংখ্য মানুষজন মানববন্ধনে অংশগ্রহন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ