Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে চাঁদা না পেয়ে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ৮:৪১ পিএম

মাদারীপুরে শহরের পুরানবাজারের স্বর্ণকারপট্টিতে চাঁদা না পেয়ে মুন্না জমাদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দুই যুবক।

জানা গেছে, মাদারীপুর শহরের আমিরবাদ এলাকার শিশির খান ও শীতল হাওলাদার পুরানবাজারের স্বর্ণ ব্যবসায়ী মুন্না জমাদ্দারের (জমাদ্দার জুয়েলার্স) কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শিশির ও শীতল নামে দুই যুবক মুন্না জমাদ্দারের উপর এ হামলা চালায়। এরইমধ্যে এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল করে দুই যুবক দোকানের সামনে এসে স্বর্ণ ব্যবসায়ীকে ডেকে বাহিরে বের করে। এরপর একটি ব্যাগে থাকা রামদা বের করে কোপানো শুরু করে। ব্যবসায়ী মুন্না জমাদ্দার আত্মরক্ষায় চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ওই দুইযুবক। এই ঘটনার বিচার দাবী করেছেন স্বজন ও ব্যবসায়ীরা।

মুন্নার বাবা লিটন জমাদ্দার বলেন, প্রকাশে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টা করা হবে, এটা কাম্য নয়। এই ঘটনায় অপরাধীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবী করছি।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি মাদারীপুর জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ শিকদার বলেন, ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত দুইজনকেই গ্রেফতারের দাবী জানাচ্ছি। তা না হলে জেলার সকল জুয়েলারি দোকান বন্ধ করে দেয়া হবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, অভিযুক্তরা ঘটনার পর পতালক রয়েছে। তাদের ধরতে চলছে অভিযান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ