Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে মহীপুর হাজী মহসীন সরকারি কলেজে শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হওয়ায় ফলাফল বিপর্যয় দেখা দিয়েছে। ১৯৬৯ সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কলেজটি প্রতিষ্ঠা করেন। ১৯৮২ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। উচ্চ মাধ্যমিকের পাশাপাশি বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। শিক্ষক সংকটের কারণে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। ২২ প্রভাষকের মধ্য রয়েছেন মাত্র ৩ জন। ১৯ প্রভাষকের পদ খালি রয়েছে। পদার্থ বিজ্ঞান বিভাগে কোনো শিক্ষক নেই। ইংরেজি বিভাগে ৪ জনের মধ্যে ২ জন নেই। অর্থনীতি বিভাগে ৪ জনের মধ্যে ২ জন নেই। দর্শন বিভাগে ৪ জনের মধ্যে ২ জন নেই। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৪ জনের মধ্যে ২ জন নেই। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৪ জনের মধ্যে ২ জন নেই। হিসাববিজ্ঞান বিভাগে ৪ জনের মধ্যে ২ জন নেই। ব্যবস্থাপনা বিভাগে ৪ জনের মধ্যে ২ জন নেই। রসায়ন বিভাগে ৩ জনের মধ্যে ১ জন নেই। উদ্ভিদবিদ্যা বিভাগে ৩ জনের মধ্যে ১ জন নেই। প্রাণিবিদ্যা বিভাগে ৩ জনের মধ্যে ১ জন নেই। গণিত বিভাগে ২ জনের মধ্যে ১ জন নেই। কৃষিবিজ্ঞান বিভাগে ২ জনের মধ্যে ১ জন নেই। এছাড়া প্রদর্শক ৪টি, ক্রীড়া বিভাগে ১টি ও গ্রন্থাগারিকে ২টি পদ যুগ যুগ ধরে খালি রয়েছে। শিক্ষক সংকটের কারণে ক্লাস ঠিকমত হয় না। ফলে বেলা ১২টার মধ্যে কলেজ ক্যাম্পস ফাঁকা হয়ে যায়। সম্মান শ্রেণীর শিক্ষার্থীরা মাঝে-মধ্যে কলেজে এসে ইনকোর্স পরীক্ষার খোঁজ-খবর নিয়ে থাকেন। নিয়মিত ক্লাস না হওয়ায় গাইড বই পড়ে পরীক্ষার প্র¯ুÍতি নিতে হয়। অধ্যক্ষ বরজাহান আলী বলেন, শিক্ষক সংকটের বিষয়টি ঊর্ধŸতন কর্তৃপক্ষকে প্রতি মাসে প্রতিবেদন আকারে জানানো হয়ে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ