রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ীতে গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর শহরের সেনা মার্কেট এলাকার হোসনে আরা প্রি-ক্যাডেট স্কুলের গেটের কাছে গর্তের ভিতর থেকে ৭ রাউন্ড গুলি জব্দ করেছে ফুলবাড়ী থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়, পৌর শহরের সেনা মার্কেট এলাকার পার্শ্বে হোসনে আরা প্রি-ক্যাডেট স্কুলের ব্যানার টাঙানোর জন্য স্বজনপুকুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফরিদুল ইসলাম ও একই এলাকার মোজাফ্ফর রহমানের ছেলে আজিজুর রহমান গর্ত খুঁড়তে গিয়ে গর্তের মধ্যে পিস্তলের গুলি আকৃতির কিছু জিনিস দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে পুতে রাখা ৭ রাউন্ড গুলি জব্দ করেন। তিনি আরও বলেন, গুলিগুলো থ্রি নট-থ্রি পিস্তলের হতে পারে, কিন্তু গুলিগুলোতে মরিচা থাকার কারণে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।