Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুমের ঘোরে ইজিবাইক থেকে পড়ে একজন নিহত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ৭:১৮ পিএম

খুলনায় সড়ক দুর্ঘটনায় শংকর মন্ডল (৫০) নামে এক ইজিবাইক আরোহী মারা গেছেন। আজ রোববার দুপুর দেড়টার দিকে সোনাডাঙ্গা মডেল থানার শিববাড়ি ও তেতুলতলা মোড়ের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।

নিহত শংকর মন্ডল ডুমুরিয়া উপজেলার হাজিবুনিয়া গ্রামের হরিদাস মন্ডলের ছেলে। শংকর মন্ডল যাত্রাপথে ইজিবাইকের মধ্যে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তিনি ইজিবাইক থেকে পড়ে যান। এসময় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে দুপুর দেড়টার দিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খুমেক হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪ টার দিকে তিনি মারা যান।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোমতাজুল হক বলেন, ঘুমন্ত অবস্থায় ইজিবাইক থেকে পড়ে এক ব্যক্তি আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে খুমেক হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করে। পরে তিনি মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ