বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের চৌগাছায় রুমন হাওলাদার (৩২) নামে এক কাঠ মিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পিরোজপুরের সদর উপজেলার বাইনখালি গ্রামের রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে। রুমন চৌগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডের মডেল স্কুল পাড়ার তবিবর রহমান চুন্নুর বাড়িতে ভাড়া থাকতো। রবিবার (৫ জুন) সকালে তার ভাড়া বাসার নিকটবর্তী টিপু সুলতানের নির্মাণাধীন গোয়াল ঘরের লিংটনে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
রুমনের সাথে থাকা তার খালাতো ভাই আলামিন ও ইমাম হোসেন জানান তারা প্রায় ৫/৭ বছর যাবৎ চৌগাছায় ভাড়া থেকে ফার্ণিচার মিস্ত্রি বাচ্চুর অধীনে কাজ করে আসছে। বর্তমানে তারা ডিভাইন গ্রুপের নির্মাণাধীন হাসপাতালে ফার্ণিচারের কাজ করছিল। তারা বলেন প্রতিদিনকার মত রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোরবেলা তাদের পাশের রুমের ভাড়াটিয়া প্রবীর এর ডাক চিৎকারে তাদের ঘুম ভাঙ্গে। ঘুম ভেঙ্গে তারা উঠে দেখে পাশের নির্মাণাধীন ঘরের লিংটনে রুমনের লাশ ঝুলছে। প্রবীর বলেন আমি ভোরবেলা উঠে দেখি তার লাশ ঝুলছে। আলামীন আরো জানান ছয় মাস মত পূর্বে রুমন বিবাহ করেছে তার স্ত্রী দেশের বাড়িতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা বলেন তার লাশ ঝুলে ছিল ঠিকই কিন্তু তার পা হাঁটু পর্যন্ত মাটিতে লেগেছিল। এছাড়া তার গলায় যেখানে দড়ি পরানো ছিল সেখানে আবার একটা কাপড়ের প্যাকেট ঢুকানো ছিল। তারা আরো বলেন রুমনের দুই পা দিয়ে রক্ত ঝরছিল। প্রত্যক্ষদর্শিরা অনেকে মন্তব্য করেন এ মৃত্যুটি রহস্যজনক।
লাশ উদ্ধারকারি পুলিশ কর্মকর্তা এসআই বিপ্লব বলেন, লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তে রিপোর্ট পাওয়ার বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।