Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে তারকাদের শোক-সমবেদনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ৬:৪৩ পিএম

বন্দরনগরী চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শনিবার রাতে। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে গিয়ে হিমশিত হতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে দীর্ঘ হচ্ছে লাশের সারি। এই আগুন লাগার ঘটনায় শোকে কাতর গোটা দেশ। সেই শোক ছুঁয়ে গেছে তারকাদের হৃদয়েও। সামাজিক মাধ্যমে শোক ও প্রার্থনা জানিয়ে নানা রকম পোস্ট করেছেন তারকরা।

ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী কাল রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে আগুন লেগে বিস্ফোরণ ঘটার পর ফেসবুকে প্রথম পোস্টে লিখেছেন, ‘অসংখ্য এম্বুলেন্স জরুরি প্রয়োজন। চট্টগ্রামের সবকটি সরকারি, বেসরকারি হসপিটালের এম্বুলেন্স ফায়ার সার্ভিসের পক্ষ হতে অতিদ্রুত সীতাকুণ্ডে যেতে বলা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক রক্তের প্রয়োজনও হতে পারে। স্থানীয়রা প্লিজ রক্তদানে চমেকে আসুন। সবাই দোয়া করুন সীতাকুণ্ড এলাকার বাসিন্দাদের জন্য।’

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা তার ফেসবুকে সীতাকুণ্ডে বিএম ডিপোতে আগুনের একটা ছবি দিয়ে পোস্টে লিখেছেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন। দয়া করে তাদের সাহায্যে আসুন।’

অভিনেতা চঞ্চল চৌধুরী আগুনকাণ্ডের ছবি শেয়ার করে লিখেছেন: ‘আমরা গভীরভাবে শোকাহত! সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের জন্য জরুরিভিত্তিতে রক্তের প্রয়োজন, আশেপাশে যারা আছেন দ্রুত সহযোগিতা করুন।’

চিত্রনায়ক সাইমন সাদিক তার ফেসবুক পোস্ট লিখেছেন, ‘পানির ওপর হাঁটলেও জুতায় আগুন ধরে যাচ্ছে। সীতাকুণ্ড। আল্লাহ মাফ করুন।’

কণ্ঠশিল্পী আসিফ আকবর লিখেছেন, ‘সীতাকুণ্ড ট্র্যাজেডি জাতীয় দুর্যোগ। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি। মহান আল্লাহর কাছে সাহায্য চাই। উদ্ধারকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকসহ প্রশাসনের সংশ্লিষ্টদের জন্য শুভকামনা।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে কোনও আহত ব্যক্তির জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে কমেন্টে জানাবেন। আমি পেজে পোস্ট করবো যেন সেই গ্রুপের কেউ গিয়ে সঙ্গে সঙ্গে রক্ত দিতে পারেন।’

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক একটা ভিডিও নিউজ শেয়ার করে লিখেছেন, ‘কি ভয়াবহ!!!’

নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, ‘দায়িত্ব পালনে গিয়ে অকাতরে জীবন দিলেন ৭ জন! আমাদের আসল হিরো! আমাদের ফায়ার ফাইটার্স! গভীর শ্রদ্ধা আর ভালোবাসা!’

নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ লিখেছেন, ‘কন্টেইনারে রাসায়নিক পদার্থ আছে, জানানো হয়নি ফায়ার সার্ভিসকে। আর কতো অনিয়ম দুর্নীতিতে ধ্বংস হবে অভিশপ্ত জাত?’

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল লিখেছেন, ‘চট্টগ্রাম শহরের স্বেচ্ছাসেবী রক্তদাতারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করুন। প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে। ভাটিয়ারি বিএম ডিপোতে ভয়ংকর বিস্ফোরণ। প্রায় ৫ কি.মি. এলাকাজুড়ে কেঁপে উঠেছে।’

শবনম ফারিয়া লিখেছেন, ‘চট্টগ্রাম সীতাকুণ্ড ট্র্যাজেডিতে আমরা গভীরভাবে শোকাহত।’

অভিনেত্রী নাবিলা ইসলাম তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘চট্টগ্রাম মেডিকেলে প্রচুর ভিড়। কয়েক মিনিট পরপর একাধিক এম্বুলেন্স ঢুকছে। র‌্যাবের গাড়ি করেও হতাহতরা আতেছে। ভিড়ের কারণে ঢুকতে বাধাগ্রস্ত হচ্ছে। ভিড় না বাড়িয়ে কাজ সেরে চলে যান। প্রচুর পানির প্রয়োজন। হতাহতরা আগুনে পোড়ার কারণে ক্ষতস্থানে পানি ঢালাছে। সাথে করে পানির বোতল নিয়ে আসুন। পজিটিভ গ্রুপের চেয়েও নেগেটিভ গ্রুপের রক্ত বেশি দরকার। পজিটিভ গ্রুপের রক্তদাতারা বেশিক্ষণ থেকে ভিড় বাড়ানোর দরকার নাই। ব্যাথানাশক প্যাথেডিন লাগছে বেশি বেশি। যারা যাচ্ছেন। তারা পারলে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। স্বেচ্ছাসেবীদের হাতে তুলে দিয়ে চলে আসলেই হবে।’

কণ্ঠশিল্পী কোনাল লিখেছেন, ‘টিভিতে নিউজ দেখছি। কিন্তু চট্টগ্রামের অগ্নিকাণ্ডের ওখানে যারা আছেন তাদের কি অবস্থা? সবার জন্য প্রার্থনা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ