Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

করণের পার্টিতে গিয়ে করোনায় আক্রান্ত অর্ধশতাধিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ৬:৩৩ পিএম

নির্মাতা ও প্রযোজক করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠান হবে আর সেখানে বলিউড তরাকারা উপস্থিত থাকবেন না সে-কি হয়। গত ২৫ মে ৫০ বছরে পা রেখেছেন জনপ্রিয় এই নির্মাতা। মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে তার জন্মদিনে চাঁদের হাট বসেছিল। কে ছিলেন না সেই পার্টিতে, বলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখেদের ভিড়ে ও গ্ল্যামারে সেদিনের সন্ধ্যা হয়ে উঠেছিল মোহময়।

অতিথি তালিকায় ছিল চার খান, শাহরুখ, সালমন, আমির ও সাইফ আলি। এই জাকজমক পার্টির এক সপ্তাহ যেতে না যেতেই শোনা যাচ্ছে অন্য এক গল্প। ২৫ মে করণ জোহরের পার্টিতে যোগ দেওয়া ৫০ থেকে ৫৫ জন অতিথি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই তালিকায় কারা কারা রয়েছেন সেটা এখনও অস্পষ্ট।

বি-টাউনের তরুণ প্রজন্মের তারকা অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুর, তারা সুতারিয়া, শর্বরী বাগ, খুশি কাপুর থেকে শুরু করে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, শাহীদ-মীরা, রণবীর কাপুর, নীতু সিং, মালাইকা আরোরা, কারিনা, হৃত্ত্বিক-সাবা থেকে শুরু করে বর্ষীয়ান অভিনেত্রী টাবু, জুহি চাওলা, টুইঙ্কল খান্না, সোনালী বেন্দ্রে, মাধুরী দীক্ষিত, রবীনা ট্যান্ডন সহ অনেকে ওই পার্টিতে এসেছিলেন।

তবে শোনা যাচ্ছে বলিউডের একাধিক শীর্ষ তারকারা রয়েছেন এই কোভিড-১৯ আক্রান্তের তালিকায়। এ বিষয়ে অবগত এক সূত্রের খবর, 'বলিউড থেকে করণ জোহরের একাধিক ঘনিষ্ঠ বন্ধু এই পার্টির পর করোনায় আক্রান্ত হয়েছেন, তবে তারা এখনও প্রকাশ করেননি যে তারা করোনা পজিটিভ। এমনকী কার্তিক আরিয়ান, যিনি করণের পার্টিতে যাননি, তারই এক নায়িকার সংস্পর্শে আসার পর করোনায় আক্রান্ত হয়েছেন। ওই নায়িকা করণের পার্টিতে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ