Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারের আইফা অ্যাওয়ার্ডে সেরা কৃতি-ভিকি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ৬:২৬ পিএম

সংযুক্ত আরব আমিরাতে বসেছিল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ড। জাকজমকপূর্ণ এবারের আসরে যোগ দিয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, সারা আলী খান, নোরা ফাতেহি, শহিদ কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, তামান্না ভাটিয়া, ববি দেওল, গওহর খান, নার্গিস ফাখরি, উর্বশী রাউতেলা প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সালমান খান, রিতেশ দেশমুখ, মনীষ পল।

এবারের ২২তম আসরে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ভিকি কৌশল ও কৃতি শ্যানন। ‘সর্দার উধম’ সিনেমার জন্য ভিকি এবং মিমি সিনেমার জন্য কৃতি জিতেছেন এবারের পুরষ্কার। এছাড়া এবার সেরা ‘শেরশাহ’ পেয়েছে সেরা ছবির সম্মান। এই ছবির জন্যই পরিচালক বিষ্ণুবর্ধন পেয়েছেন সেরা পরিচালকের সম্মান। সবমিলিয়ে ৫টি বিভাগে পুরষ্কার জিতেছে সিনেমাটি।


এক নজরে দেখে নেওয়া যাক আইফা ২০২২-এর বিজয়ীদের তালিকা—

সেরা ছবি-শেরশাহ
সেরা পরিচালক-বিষ্ণু বর্ধন (শেরশাহ)
সেরা চিত্রনাট্য: সন্দীপ শ্রীবাস্তব (শেরশাহ)
সেরা অভিনেতা: ভিকি কৌশল (সর্দার উধম)
সেরা অভিনেত্রী: কৃতি শ্যানন (মিমি)
সেরা সহ-অভিনেত্রী: সাই তামহাঙ্কর (মিমি)
সেরা সহ-অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠি (লুডো)
সেরা প্লেব্যাক সিঙ্গার (নারী): অসিস কৌর (রাতে লম্বিয়া-শেরশাহ)
সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ): জুবিন নাটিয়াল (রাতে লম্বিয়া-শেরশাহ)
সেরা লিরিক্স: কওসর মুনির (লেহরা দো-৮৩)
সেরা গল্প অরিজিনাল: অনুরাগ বসু (লুডো)
সেরা গল্প (অ্যাডপটেড): কবীর খান (৮৩)
সেরা অভিনেতা ডেবিউ: আহান শেট্টি (তাড়াপ)
সেরা অভিনেত্রী ডেবিউ: শর্বরী ওয়াঘ (বান্টি অর বাবলি টু)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ