Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজিটাল ক্লাবের নামে সুদের ব্যবসা

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কিছুতেই থামছে না সিরাজগঞ্জের কাজিপুরের চরকাদহ ডিজিটাল ক্লাবের নামে জমজমাট সুদের ব্যবসা। এ নিয়ে জাতীয় ও স্থানীয় বেশ কটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। ২০০০ সালে কাজিপুর উপজেলার চরকাদহ গ্রামের লাবলু মিয়া, আব্দুল মজিদসহ কয়েকজন প্রভাবশালী যুবক চরকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খাস জমি দখল করে ক্লাবটি গড়ে তোলেন। এতদিন পেরিয়ে গেলেও তারা এই ক্লাবের কোন নিবন্ধন করেনি। এভাবে সরকারি অনুমোদন না নিয়ে গত ১৬ বছর ধরে গ্রামের সাধারণ গরীব মানুষের মাঝে শতকরা ২০ টাকা সুদে ঋণের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ব্যক্তি অবৈধ পন্থায়  লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই সুদখোরের দল। আর চড়া সুদের বেড়াজালে পড়ে সাধারণ মানুষ দিনের পর দিন নিঃস্ব হতে চলেছে। নাম প্রকাশ না করার শর্তে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষি ও ক্ষুদ্র কয়েকজন ব্যবসায়ী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ক্লাবের সভাপতি লাভলু মিয়া ও আব্দুল মজিদ প্রভাবশালী। কেউ তাদের কর্মকা-ের প্রতিবাদ করলে নেমে আসে শারীরিক নির্যাতন। সমাজে তাকে নানাভাবে হেনস্থা করা হয়। এমনকি তাদের সুদের বৃত্তে আটকে অনেকে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছেন। তারা আরো জানান, ক্লাব থেকে চড়া সুদে ঋণ নিয়ে অনেকে ভিটেমাটি পর্যন্ত বিক্রি করে পরিশোধ করতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয় সরকারি কোন অনুমোদন না থাকলেও ক্লাবের নামে সরকারি বিভিন্ন উন্নয়ন তহবিল থেকে অনুদান নেয়ার বিস্তর অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, ক্লাবের নিজস্ব কোন জায়গা না থাকায় সরকারি কোন অনুমোদন পাননি। তাই দখলে নেয়া সরকারি খাস জমি লীজ নেয়ার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ