Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

নাটোরে ডাকাতের হামলায় আহত কাউন্সিলরের মৃত্যু

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৬, ৫:১১ পিএম

ডাকাতের হামলায় আহত নাটোর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ ওরফে ভুট্টু ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন। মোস্তাকের স্ত্রী রিপা বেগম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গত ৮ অক্টোবর রাতে মোস্তাক আহমেদসহ চারজন ঢাকা থেকে ব্যক্তিগত একটি গাড়িতে নাটোরে ফিরছিলেন। রাত নয়টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় নাটোর-সিরাজগঞ্জ মহাসড়কের ৬ নম্বর ব্রিজের ওপর গাড়িটির দুটি চাকা পাংচার হয়। এ সময় অজ্ঞাত ডাকাতেরা মোস্তাক আহমেদকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। গুরুতর আহত মোস্তাক আহমেদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। প্রায় দেড় মাস পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ওয়ার্ড কাউন্সিলরের ভাই মাসুদ আহমেদ জানান, বেশি অসুস্থ হয়ে পড়ায় গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে মোস্তাককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। আজ সকাল ১০টার দিকে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। মাসুদ আহমেদ জানান, নিহত কাউন্সিলরের মরদেহ ময়নাতদন্ত শেষে নাটোরে নিয়ে যাওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ