বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার মিরপুরে নতুন মোবাইল না পেয়ে জুয়েল ইসলাম নামে এক কিশোরের আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে মিরপুর কবরবাড়ীয়া বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। সে মিরপুর উপজেলার কবরবাড়ীয়া এলাকার মো. শের আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার দিকে জুয়েল নতুন মোবাইল ফোনের বায়না ধরে। বেশি দামে মোবাইল ফোন কিনে দিতে অস্বীকার করায় রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হয়ে যায় জুয়েল। পরে ফাঁকা মাঠে গিয়ে কীটনাশক ট্যাবলেট খেলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গতকাল সকালের দিকে তার লাশ বাইপাস সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। বিষয়টি মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা নিশ্চিত করেছেন। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।