Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুখালীতে কুকুরের কামড়ে আহত ১১

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ১২:০১ এএম

ফরিদপুরের মধুখালীতে পাগলা কুকুরের কামড়ে এক শিশুসহ ১১ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে ফরিদপুরের মধুখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, মধুখালী বাজার এলাকায় কুকুরগুলো হঠাৎ মানুষের ওপর চড়াও হয়। এরপরই কামড়ানো শুরু করে। ভুক্তভোগী সকলে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ ডাক্তারের পরামর্শ নিয়ে ইনজেকশন নিচ্ছেন। পৌরসভার ২ নং ওয়ার্ডের গোন্দারদিয়া গ্রামের ভুক্তভুগী মো. রেজাউল শেখের ছেলে মো. আব্দুর নূর বলেন, আমি বাজার মসজিদ থেকে মাগরিবের নামাজ পরে বের হয়ে রাস্তা দিয়ে হাটার সময় হঠাৎ কুকুর এসে পায়ে কামড় দেয়। তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিয়ে ভ্যাকসিন নিয়েছি। শাহ্ মো. কুতুবুজ্জামান বলেন আমার মা ৮৫ বছরের বয়োজ্যেষ্ঠ মানুষ। তাকে কুকুরে কামর দিয়েছে। আরেক ভুক্তভোগী মো. মুক্তার বলেন আমি বাজার এরাকায় দাড়ানো ছিলাম। তখন একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি হাসপাতাল থেকে ইনজেকশন নিয়েছি।

মধুখালী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ জানান, কুকুরে কামড়ে আহতদের ইনজেকশন দিতে হয়। একমাসে মোট পাঁচ ডোজ ইনজেকশন দিতে হবে। পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান জানান, হাইকোর্ট থেকে বন্যপ্রাণী আইনে কুকুর নিধনের নিষেধাজ্ঞা রয়েছে। এজন্য আপাতত কুকুর নিধন করা যাচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ