Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ঝরল ৪ প্রাণ

সড়কে বিভিন্নস্থানে নিহত আরো চারজন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ১২:০১ এএম

দেশের পাঁচজেলায় গতকাল রেল ও সড়কপথে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। নরসিংদীর রায়পুরায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপের চারজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, কুড়িগ্রামে পৌরশহরের ট্র্রাক চাপায় আলম মিয়া নামে এক ট্রাকের হেলপার, শেরপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র, রাজবাড়ীতে এক সেনা সদস্যে, গফরগাঁও উপজেলার পৌর শহরে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য’র মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবরে :

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে জানান, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল সড়কের নরসিংদীর রায়পুরার উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের রেল ক্রসিংয়ে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি পিকআপভ্যানের চারজন নিহত হয়েছেন। নিহতরা হলো; নেত্রকোনা জেলার আনিছ মিয়া, শাহিন মিয়া, সুজাত হোসেন, একজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, গতকাল শনিবার দুপুরে রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজার থেকে মোবাইল ফোনের সিম কোম্পানীর টাওয়ারে কাজ শেষে পিকাআপে করে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের পাশে হাসনাবাদ বাজার রেলক্রসিং পার হওয়ার সময় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি পিকআপভ্যানটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় পিকআপটি। এসময় পিকআপভ্যানে থাকা ৬জনের মধ্যে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং হাসপাতালে আনার পর আরো দু’জনে মৃত্যু হয়।

কুড়িগ্রাম জেলা সংবাদদাত জানান, কুড়িগ্রাম পৌরশহরের জিয়া বাজার এলাকায় ট্র্রাক চাপায় আলম মিয়া নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। গতকাল ভোর ৫টার দিকে শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা জানান, শেরপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের সদর উপজেলার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম মো. মাসুদুর রহমান। তিনি সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মো. মতিউর রহমানের ছেলে।

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঢাকা খুলনা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল সকাল গোয়ালন্দ ফায়ার সার্ভিস সংলগ্ন ঢাকা খুলনা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। সেনা সদস্যের নাম, সাহেব আলী সে মাগুরা জেলা, মোহাম্মদপুর থানা, পোয়াইল গ্রামের আ. গাফফর মিয়ার ছেলে।

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, গফরগাঁও উপজেলার পৌর শহরে সড়ক দুর্ঘটনায় আশরাফ সিদ্দিক বিল্লাল নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত বৃহস্পতিবার পৌর শহরের জামাতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিল্লাল হোসেন মাথায় গুরুতর জখম হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ