Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওলানা মোহাম্মদ সাইয়্যেদাইন আহমেদ সিদ্দিকী ইন্তেকাল

জমিয়াতুল মোদার্রেছীনের শোক

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ১২:০১ এএম

শাহ্ কারামত আলী জৌনপুরী (র.) তার বংশের যোগ্য উত্তরসূরি জৌনপুরের মেঝ হযরত আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ সাইয়্যেদাইন আহমেদ সিদ্দিকী ছাহেব গতকাল সকালে ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্মৌর একটি হাসপাতালে স্থানীয় সময় সকাল ১০.৩০টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। এই মহান সাধকের ইন্তেকালে ভোলা জেলায় শোকের ছায়া নেমে আসে। তিনি ভোলা জেলার প্রত্যেক উপজেলায় খানকা তৈরি করে দ্বীনি প্রচারণা ব্যাপক ভূমিকা পালন করেন। বিভিন্নস্থানে এই মহান মানুষের দ্বীনি প্রচারণায় ব্যাপক সারা ফেলেছে। যার জন্য তার মৃত্যুতে ভোলা জেলার প্রতিটি মানুষের মাঝে দলমত নির্বিশেষ সকলের মাঝে শোকের ছায়া নেমে পরে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহীম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম, ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি মজনু মোল্লা, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম বিপ্লব, ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাইমসহ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। শোক বিবৃতিতে হযরতের রুহের মাগফেরাত শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞ্যাপন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ