রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হাটহাজারী পৌরএলাকা ৯নং ওয়ার্ডের আজিজুল্লাহ মুন্সিবাড়িতে অগ্নিকাণ্ডে শারীরিক প্রতিবন্ধী মো. ফোরকান (৪৫) নামে এক ব্যক্তি পুড়ে অঙ্গার হয়েছে। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত নাঙ্গলমোড়া ইউনিয়নের গুন্নু মিয়া মিস্ত্রির বাড়ির মোহাম্মদ আলীর পুত্র। তিনি তিন সন্তানের জনক।
সাতদিন আগে ছোট শ্যালকের বিয়ে উপলক্ষে বেড়াতে এসেছিলেন। সরেজমিনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য মো. মঞ্জু এ প্রতিবেদক কে বলেন, গত শুক্রবার রাত বারটার দিকে ছোট ভাই সালাউদ্দিনের শ্বশুরবাড়ি থেকে নিহত ফোরকানসহ পরিবারের সবাই নিমন্ত্রণ শেষে ঘরে ফিরি। ভোর সোয়া ৫টার দিকে হঠাৎ ঘরে অগ্নিকাণ্ড ঘটে।
নিহতের রুম থেকেই সূত্রপাত। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় তার চিৎকার শোনা যায়নি। পরে আগুন ছড়িয়ে পড়লে সবাই জেগে উঠি।
ততক্ষণে ভগ্নিপতি পুড়ে অঙ্গার। এদিকে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।