Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুনারুঘাটে কোটি টাকার ব্রিজ উদ্বোধনের আগেই ফাটল

এস এম সুলতান খান, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ১২:০২ এএম

চুনারুঘাটে ভেঙে যাচ্ছে সরকারের কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজটি। অংশ বিশেষ ভাঙায়, শঙ্কায় ব্রিজের মুল কাঠামো। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর এলাকায় ইছালিয়া ছড়ার ওপর নির্মিত সরকারের প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে ব্রিজে এমন দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, এক মাস আগে গাজীপুর ইউনিয়নের উছমানপুর ইছালিয়া ছড়ায় ব্রিজ নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু সামান্য বৃষ্টিতেই ঘটেছে দুর্দশা। ব্রিজের গাইডার ভেঙে পাশ্ববর্তী স্থানে পড়ে গেছে। ব্লকগুলোও শঙ্কায় তুলে ফেলা হচ্ছে। ব্রিজ উদ্বোধনের আগেই এমন অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
তারা বলেন, ব্রিজের কাজে অনিয়ম হয়েছে। কোন রোলার করা হয়নি। দায়সারা কাজ করে দ্রুত প্রকল্প শেষ করেছে। বালু ব্যবহার না করে মাটি ব্যবহার করেছে। আরো অনেক অনিয়ম আছে কাজে। যার ফলে এই অবস্থা।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, বিষয়টি দেখে নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। দ্রুত বিষয়টির সমাধান জন্য উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ