Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিতলমারীতে অন্তঃসত্ত্বা শিক্ষিকার রহস্যজনক মৃত্যু

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ১২:০৩ এএম

বাগেরহাটের চিতলমারীতে নববধূর সাজে সজ্জিত অবস্থায় আফরোজা আক্তার (২২) নামের এক অন্তঃস্বত্তা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আফরোজা চিতলমারী উপজেলার শান্তিখালী গ্রামের মোস্তফা শেখের ছোট মেয়ে। মোস্তফা শেখ তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন। তিনি জানান, ‘এক বছর আগে উপজেলার হিজলা নতুন চর এলাকার সিরাজ শেখের ছেলে আমিনুর সেখের সাথে আমার মেয়ে আফরোজার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে জামাই আমীনুর সেখ প্রায় ১৫ লাখ টাকা যৌতুক নেয়। আমার মেয়ে অনার্স পড়তো। গত শুক্রবার রাত ১১টার দিকে আমার মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকেরা ওড়না পেচিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। আমার মেয়ে দু’মাসের অন্তঃস্বত্তা ছিল। তার হত্যাকারীদের বিচার দাবি করছি।’ এ বিষয়ে আফরোজার স্বামী আমীনুর সেখ ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দেয়ায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। চিতলমারী থানার ওসি এএইএম কামরুজ্জামন খান জানান, লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মেয়ের পরিবার কোন মামলা করলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ