Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সাঁওতালদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার আরো ৪

গাইবান্ধা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৬, ১:৩০ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতালদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের মামলায় আরো চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৬ জনে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের মৃত আছমান আলী ছেলে রফিকুল ইসলাম, তরফ কামাল গ্রামের কপিল মিয়ার ছেলে মোকলেছুর রহমান, একই গ্রামের কাজেম উদ্দীনের ছেলে সাহেব আলী ও মাদারপুর গ্রামের দারাজ আলীর ছেলে আব্দুল মান্নান।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর সাঁওতালদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় মুয়ালীপাড়া গ্রামের সমেস মুরমুর ছেলে স্বপন মুরমু বাদী হয়ে বুধবার রাতে অজ্ঞাত পাঁচ থেকে ছয়শ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।



 

Show all comments
  • mohammad abdul hannan ২১ নভেম্বর, ২০১৬, ৫:৫৬ পিএম says : 0
    islam does not support communal clash
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ