বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে রেখেছে তার অনুসারী কিছু ছাত্রলীগকর্মীরা। সোমবার সকাল সাড়ে সাতটায় ক্যা¤পাসগামী প্রথম ট্রেনটি বিশ^বিদ্যালয়ে পৌঁছালেও দ্বিতীয় ট্টেনটি হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায় পৌঁছালে তারা আটকে দেয়।
এরপর পরবর্তী ক্যাম্পাস থেকে নগরীর উদ্দেশে ছেড়ে গেলে ঐ ট্রেনও একই স্থানে পৌঁছালে তারা আটকে দেন। এর ফলে আর কোনো ট্রেনই ক্যা¤পাসে পৌঁছাতে পারেনি। একই ঘটনায় হাটহাজারী সড়কের বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এলাকায়ও অবরোধ করেন তারা। এসময় তারা দিয়াজ ইরফান চৌধুরীকে হত্যা করা হয়েছে দাবি করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। ট্রেন আটকে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ষোলশহর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাহাব উদ্দিন ফতেয়াবাদ এলাকায় দুটি শাটল ট্রেনই আটকে দেওয়া হয়েছে। ফলে সকাল থেকে কোনো ট্রেন ক্যাম্পাসে পৌঁছাতে পারেনি।
এর আগে গতকাল রবিবার রাতে ক্যাম্পাসের ২ নং এলাকায় অবস্থিত নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় দিয়াজ ইরফানের মরদেহ পাওয়া যায়। পরবর্তীতে রাতে সাড়ে ১২টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।