Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একসঙ্গে বড়পর্দায় ফিরছেন ওমর সানি-চম্পা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ৫:২৯ পিএম

আশির দশকের নন্দিত নায়িকা চম্পা। অসংখ্য জনপ্রিয় সিনেমার এই নায়িকা এখনও চলচ্চিত্রে নিয়মিত। অন্যদিকে নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। একসঙ্গে আবারো দুজনকে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে। পারভেজ আমিন পরিচালিত ‘পর্দার আড়ালে’ সিনেমায় তারা জুটি বাঁধছেন। সিনেমাটির মূল দুটি চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও ইয়াশ রোহান। ইতোমধ্যে ‘পর্দার আড়ালে’ সিনেমার পঞ্চাশ ভাগ চিত্রায়ন শেষ হয়েছে।

পরিচালক পারভেজ আমিন জানিয়েছেন, সিনেমার প্রেক্ষাপট বিবেচনায় ওমর সানী ও চম্পাকে যুক্ত করেছেন। তিনি বলেন, ‘ওমর সানী-চম্পা নব্বইয়ের তুমুল জনপ্রিয় তারকা। আমার সিনেমার গল্পে এমন দুজন তারকার দরকার ছিল। ওই সময়ের অনেক তারকা এখন নেই। কেউ মারা গেছেন। আবার কেউ অভিনয় ছেড়ে দিয়েছেন। তাই সবদিক বিবেচনায় ওমর সানী-চম্পার ওপর ভরসা রেখেছি। তারা গুণী অভিনয়শিল্পী। তাদের অন্তর্ভুক্তি সিনেমাটিকে ভিন্ন মাত্রা দেবে।’

সিনেমাটির গল্প ভিন্নধর্মী হওয়ায় এতে অভিনয়ে রাজি হয়েছেন বলে জানিয়ে ওমর সানি বলেন, ‘চলচ্চিত্রকেন্দ্রিক একটি গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। আমার খুব ভালো লেগেছে। নব্বইয়ের দশকের একজন সুপারস্টারের চরিত্রে দেখা যাবে আমাকে। বলা যায়, বাস্তবের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলব। এই ছবিতে আরও ভালো ভালো অভিনয়শিল্পী আছেন। খুব সুন্দর একটি কাজ হতে যাচ্ছে।’

সিনেমাটিতে চম্পার চরিত্রের নাম মল্লিকা। তার কাছেও গল্পটি ব্যতিক্রম মনে হয়েছে। চম্পা বলেন, ‘আমাকে নিয়েই ছবির গল্প এগিয়েছে। গল্পটি আমার সঙ্গে মিলে যায়। এ ধরনের একটি গল্পে কাজের সুযোগ পাওয়ায় ভালো লাগছে। তা ছাড়া পারভেজ মেধাবী একজন নির্মাতা। আশা করি, তিনি আমার কাছ থেকে সেরা অভিনয়টা বের করে নিতে পারবেন।’

‘পর্দার আড়ালে’ সিনেমার গল্প লিখেছেন পরিচালক পারভেজ আমিন নিজেই। এর সংলাপ ও চিত্রনাট্য করেছেন তন্ময় মুক্তাদির। এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। চলতি মাসের মধ্যভাগে এর দ্বিতীয় ধাপের শ্যুটিং শুরু হবে। নির্মিতব্য সিনেমাটি দেখা যাবে ওয়েব প্ল্যাটফর্মে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ