বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন ও প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় লক্ষ্মীপুরের কমলনগরে ২টি হাসপাতালকে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। (আজ)শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা উপজেলার করইতলা বাজারে এ হাসপাতালগুলো সিলগালা করে বন্ধ করে দেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের উপস্থিত ছিলেন ।
বন্ধ হওয়া হাসপাতালগুলো হলো লাইফ লাইন হাসপাতাল ও কমলনগর মর্ডান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজ পত্র না পাওয়ায় ২টি হাসপাতাল সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত ১ জুন অনিবন্ধিত ৪ টি ডায়াগনস্টিক সেন্টার জরিমানাসহ সিলগালা করে বন্ধ করে দিয়েছিল স্থানীয় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।