পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক ইনকিলাব অত্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি। এছাড়া দেশের শীর্ষস্থানীয় পত্রিকাটির তিন যুগ পূর্তি উপলক্ষে প্রাণঢালা শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব।
বিএনপি মহাসচিব বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্বাধীন গণমাধ্যম। স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে বর্তমানে দেশে আইনগতভাবে মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও বাস্তবে তা খুঁজে পাওয়া যায় না। বর্তমান সময়ে অধিকাংশ গণমাধ্যম তাদের স্বাধীন মতামত প্রকাশে বাধার সম্মুখীন হচ্ছে।
মির্জা ফখরুল বলেণ, দেশ ও জনগণের স্বার্থে সকল বাধাকে উপেক্ষা করে গণমাধ্যমকে তার মূল ধারায় ফিরে আসতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, হারানো গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমকে পূর্বের ন্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি গোষ্ঠির হাতে বন্দি থাকা বাংলাদেশ মুক্ত হয়ে তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।
দৈনিক ইনকিলাব পত্রিকাটি স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের পক্ষে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রত্যাশা করছি। পাশাপাশি দৈনিক ইনকিলাব পত্রিকাটির সাথে সংশ্লিষ্ট সকলের সাফল্য কামনা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।