Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেউ গ্রিল কাটেন কেউ থাকেন পাহারায়

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ১২:০০ এএম

কেউ গ্রিল কাটেন, কেউ তাদের আড়াল করে রাখেন। আবার কেউ এদের পাহারা দিয়ে রাখেন। দস্যুতার ঘটনা কেউ দেখে ফেললে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে করেন লুটপাট। নগরীতে আন্তঃজেলা দস্যুচক্রের ছয় সদস্যকে পাকড়াও করার পর তাদের সম্পর্কে এমন তথ্য জানিয়েছে পুলিশ।


গতকাল শুক্রবার ভোরে নগরীর আকবরশাহ থানার নন্দন হাউজিং সোসাইটি থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছে পাওয়া গেছে অস্ত্র, কার্তুজ, গ্রিল কাটার যন্ত্রসহ ডাকাতির নানা সরঞ্জাম। গ্রেফতারকৃতরা হল- মো. অলি আহাম্মদ, মো. জামাল, মো. বাছির হোসেন বশির, মো. হাসান, মো. ইমরান হোসেন ও মো. সোহাগ ওরফে ডেন্ডি সোহাগ। পুলিশ জানায়, তারা ১০ থেকে ১২ বছর ধরে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরে ঘুরে ঘুরে চুরি, ডাকাতি ও দস্যুতা করে আসছিলো। তারা মূলত দোকান, বসতঘরের তালা ভেঙে, শাটার কেটে এবং ক্ষেত্র বিশেষে উপরের টিন কেটে নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে। তারা পরনের লুঙ্গি দিয়ে আড়াল করে, কখনো বড় ছাতার সাহায্যে আড়াল করে চোখের পলকে তালা, শাটার কেটে দিনের বেলায়ও চুরি করে। তারা নিজেদের সাথে আগ্নেয়াস্ত্রও রাখছে। ডাকাতির প্রস্তুতি নিয়ে বিভিন্ন এলাকায় যাচ্ছে। যাতে কৌশলে চুরি করতে ব্যর্থ হলে ডাকাতি করতে পারে। তারা মাঝে মাঝে রিকশা চালকসহ নানা রকম বেশ ধারণ করে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ছাড়াও কুমিল্লা জেলা, ঢাকা মহানগর ও বরিশাল মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের কয়েকজন বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে জেলে গেলেও জামিনে মুক্তি পেয়ে ফের একই কাজে ফিরে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ