Inqilab Logo

শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এমপি বদির জামিন চেম্বারে বহাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৬, ১:০১ এএম

দুর্নীতির মামলায় নি¤œ আদালতে ৩ বছরের কারাদ-প্রাপ্ত কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদিকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। গতকাল রোববার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দুদকের করা জামিন স্থগিত আবেদনের প্রেক্ষিতে ‘নো অর্ডার’ দেন। ফলে এমপি বদির জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। এর আগে বদিকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে গত ১৭ নভেম্বর আপিল বিভাগে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বদির পক্ষে ছিলেন আবদুল মতিন খসরু ও নাসরিন সিদ্দীকা লিনা। এর আগে ১৬ নভেম্বর হাইকোর্ট একক বেঞ্চ কারাদ-ের বিরুদ্ধে বদির করা আপিল শুনানির জন্য গ্রহণ করে ৬ মাসের অন্তর্বতীকালীন জামিন দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানার রায় স্থগিত করেন হাইকোর্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ