Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবককে নির্যাতন খাদ্য পরিদর্শকসহ গ্রেফতার ৩

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ১২:০১ এএম

বাগেরহাটের চিতলমারীতে সাধন ঢালী নামে এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায় খুলনা সিএসডির খাদ্য পরিদর্শক মো. ইসমাঈল আদম ওরফে টুটুল মোল্লাসহ তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সকালে খুলনা থানা পুলিশের সহায়তায় টুটুল মোল্লাকে খুলনার বাসা থেকে চিতলমারী পুলিশ গ্রেফতার করে। তাকে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে বাগেরহাটে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য দুই আসামিকেও গতকাল সকালে চিতলমারী থেকে গ্রেফতার করা হয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম কামরুজ্জামান খান জানান, ৩১ মে সাধন ঢালীকে নির্যাতন করা হয়। ১ জুন এ ঘটনায় তাঁর বড় ভাই ভজন ঢালী বাদী হয়ে নির্যাতনের মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি মেজবা হাসান ও হাসিব শেখকে চিতলমারী থেকে গ্রেফতার করা হয়।


গত ৩১ মে সকাল ৭টার দিকে চিতলমারীতে প্রতিবেশী রাজা মোল্লার ছেলে টুটুল মোল্লা ও তাঁর শ্যালক কলিগাতি গ্রামের আকরাম শেখের ছেলে মাহমুদ শেখ সাধন ঢালীকে ধরে নিয়ে যায়। পরে তাঁরা টুটুলের রুইয়ারকুল গ্রামের পাকা বাড়ির একটি রুমের মধ্যে নিয়ে মুখ ও হাত-পা বেধে হাতুড়ি এবং লোহার রড দিয়ে পিটিয়ে নির্যাতন চালায়। খবর পেয়ে গ্রামবাসী একত্রিত হয়ে গুরুতর আহত অবস্থায় সাধনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সাধন ঢালী উপজেলার সদর ইউনিয়নের রুইয়ারকুল গ্রামের মৃত হরবিলাশ ঢালীর ছোট ছেলে ও লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের সভাপতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ