বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের জল্লারপাড় এলাকার একটি লেক থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতরা হলেন- নগরীর পশ্চিম দেওভোগ মাদরাসা এলাকার ইকবাল হোসেনের ছেলে ইমতিয়াজ (১৩) ও একই এলাকার জাকির হোসেনের ছেলে মিহাদ (১৪)। তারা পশ্চিম দেওভোগ মাদরাসার শিক্ষার্থী। গতকাল শুক্রবার বিকেলে সিটি করপোরেশনের লেক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে ইমতিয়াজ ও মিহাদ সিটি করপোরেশনের লেকে গোসল করতে নেমেছিল। এরপর আর তাদের খোঁজ মেলেনি। পরে একজনের লাশ ভেসে উঠে এবং ফায়ার সার্ভিস তল্লাশি করে অপরজনের লাশ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, নাসিকের লেক থেকে আমাদের উদ্ধারকর্মীরা দু’জনের লাশ উদ্ধার করেছে। তারা হয়তো গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।