রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পঞ্চগড়ের বোদায় বাড়ির পাশে মাঠে বাদাম ঢেকে দিতে ও বেঁধে রাখা গরু আনতে গিয়ে বজ্রপাতে মোছা. আলেমা বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্বামী আবু সায়েদ। গত
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় বজ্রপাতে এ ঘটনা ঘটে।
নিহত আলেমা বেগম একই এলাকার আবু সায়েদের স্ত্রী, আহত আবু সায়েদ মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য আবুল কাসেম জানান, বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল। এ সময় বাড়ির পাশে মাঠে শুকাতে দেয়া বাদাম ঢেকে দিতে ও বেঁধে রাখা গরু আনতে যান তারা। পরে আকস্মিক বজ্রপাতে আলেমা ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় আহত হন স্বামী আবু সায়েদ। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। আহত আবু সায়েদ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।