Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট( অনুর্ধ্ব - ১৭) অনুষ্ঠিত।

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুন, ২০২২, ৭:০৫ পিএম | আপডেট : ৭:০৯ পিএম, ৩ জুন, ২০২২

শুক্রবার বিকাল ৫ টায় ভোলা জেলা গজনবী স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা ভোলা কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭), এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ-১৭)-২০২২ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজবাহ উদ্দিন সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়। সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক তৌফিক - ই - লাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মমিন টুলু, প্রশাসক জেলা পরিষদ ভোলা,আলমগীর খান আলো ক্রিকেট বোর্ডের পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক। উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) সুজিত হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা) তামীম আল ইয়ামিন, চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, সহকারী কমিশনার সালেহ আহমেদ,সহকারী কমিশনার মোঃ রেজওয়ানুল ইসলাম,জেলা ক্রিড়া অফিসার সাফাতুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতায় বালক দলে চ্যাম্পিয়ন হয় চরফ্যাশন উপজেলা এবং রানার আপ হয় ভোলা পৌরসভা এবং বালিকা দলে চ্যাপ্মিয়ন হয় ভোলা পৌরসভা ও রানার্সআপ লালমোহন উপজেলা।
মোঃ জহিরুল হক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ