বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ শুক্রবার (৩) মৃত হাতিটির ময়নাতদন্ত করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর গারো পাহাড়ের ঝিনাইগাতীর সীমান্ত থেকে বন্য হাতির মরদেহটি উদ্ধার করেন বন বিভাগ। মৃত হাতিটি গজনী অবকাশ পর্যটন কেন্দ্র থেকে ভারত-বাংলাদেশ সীমানার ভেরভেরী বন্ঞ্চল থেকে উদ্ধার করা হয়। সন্ধ্যা এবং বন্য হাতির বিচরণের কারণে শুক্রবার (৩ জুন) হাতির ময়নাতদন্ত করা হবে বলে বন বিভাগ জানায়। বন বিভাগ আরো জানায়, গজনী অবকাশের উত্তরে ভেরভেরী পহাড়ের ভারত-বাংলাদেশ সীমান্তের ১১০১ নং পিলারের কাছে হাতির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগ, প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন, মৃত হাতির পেট ফুলে গেছে ও শরীর থেকে দূর্গন্ধ বের হচ্ছে। হাতির পিঠে আঘাতের চিহ্ন ও রয়েছে। হাতির দাঁত ও খোলে নিয়ে গেছে। তবে হাতিটি কিভাবে মারা গেছে তা জানা যায়নি। এলাকাবাসী ও প্রাণী সম্পদ কর্মকর্তাদের ধারণা, ভারতের মেঘালয়ে বল্লম (দেশিয় অস্ত্র) দিয়ে হাতিটিকে আঘাত করার পর হয়তোবা হাতিটি বাংলাদেশ সীমানায় এসে ক’দিন আগে মারা যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঝিনাইগাতী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন বলেন,হাতিটি পুরুষ, আনুমানিক বয়স ১৫-২০ বছর হতে পারে। কোনো অস্ত্রের আঘাতে মারা যেতে পারে, কারণ পিঠে বড় আঘাতের চিহ্ন রয়েছে, তাছাড়া দাঁতগুলোও কে বা কারা খুলে নিয়ে গেছে। তবে ময়নাতদন্তের পর জানা যাবে। বন্য বিভাগের উচিৎ বাদী হয়ে মামলা করা। বন বিভাগের রাংটিয়া রেঞ্জ অফিসার মকরুল ইসলাম আকন্দ বলেন, হাতি কিভাবে মারা গেল তা তদন্ত করে দেখার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এ পযন্ত গারো পাহাড়ে মাত্র ৬-৭ মাসেই ৪টি হাতির মৃত্যু হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো: ফারুক আল মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, শুক্রবার মৃত বন্যহাতির ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর নিয়মানুযায়ী হাতিটি মাটি চাপা দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।