Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনায় দুদক কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড পুড়ে গেছে গুরুত্বপূর্ণ ফাইলপত্র

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৩ জুন, ২০২২, ১২:০৫ এএম

খুলনার নূরনগরে দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৩য় তলার ৬টি কক্ষের গুরুত্বপূর্ণ ফাইল ও আসবাবপত্র সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আগুনের ঘটনাটি ঘটে। অফিস ছুটির পর আগুন লাগার বিষয়টি অনেকের কাছে রহস্যজনক মনে হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে ভবনের তৃতীয় তলার জানালা হতে ধোয়া বের হতে দেখে এলাকাবাসী পাশ্ববর্তী ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
দুদক খুলনার ডিএডি কামরুজ্জামান জানান, আলমারিতে থাকা মূল্যবান ফাইলপত্র বিনষ্ট হয়েছে। ৫টায় অফিস ছুটি হওয়ায় বেশির ভাগ কর্মী অফিস ত্যাগ করে বাসায় চলে যায়। হঠাৎ ৩য় তলায় শব্দ এবং পরে ধোয়া দেখে পাশেই ফায়ার সার্ভিসের বিভাগীয় অফিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা দরজা এবং জানলা ভেঙে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দুদকের পরিচালক মনজুর মোরশেদ এবং উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ শিক্ষা সফরে দেশের বাইরে রয়েছেন।
ফায়ার সার্ভিস কর্মী আজিজুর রহমান ও লিয়াকত আলী জানান, ৬টা কক্ষের ফাইলপত্র সব পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস না এলে আরো বড় ক্ষতি হতে পারত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ