Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে খাদের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ৯:১০ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ মুন্সিরহাটে খেলার ছলে খাদের পানিতে ডুবে দুই ছেলে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে দিঘলদী গ্রামের মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ছেলে শিশু হলো উপজেলার দিঘলদী গ্রামের মিজান মৃধার ছেলে মিনহাজ (৩) ও একই গ্রামের মুক্তার মিজির ছেলে হামজালা (৩)।

প্রত্যক্ষদর্শী দিঘলদী গ্রামের বাসিন্দা আল আমিন বলেন, মিনহাজ ও হামজালা সমবয়সী হওয়ায় তারা প্রায়ই এক সাথে খেলাধুলা করে। দুই শিশুর মা বাড়ির কাজে রান্নাঘরে ব্যস্ত ছিলো। ওই সময় তারা বাড়ির উঠোনে খেলছিল। খেলার ছলে বাড়ির সকলের অগোচরে খাদের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের একপর্যায় খাদের মধ্যে থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ডিউটিরত চিকিৎসক ডা. অনিমেষ চক্রবর্তী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুকে হাসপাতালে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে। বর্ষার এই মৌসুমে পরিবারের আরো সচেতন হওয়া উচিত।

এদিকে এই মৃত্যুর ঘটনায় এলাকায় ও দুই শিশুর পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি মহিউদ্দীন মিয়া বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ থানায় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ