বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দূর্গম পার্বত্য এলাকায় আধুনিক শিক্ষা সম্প্রসারণে প্রধানমন্ত্রী আন্তরিক। শিক্ষা সহ অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আজ বিকেলে বান্দরবান শহরের বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের নবনির্মিত পাঠাগার ও বিজ্ঞানাগার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা উপরোক্ত কথা বলেন।
বীর বাহাদুর স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
এসময় জেলা পরিষদের অর্থায়নে ২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পাঠাগার ও বিজ্ঞানাগার ফিতা কেটে উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা আরো বলেন, বর্তমান সরকারের সময়ে পার্বত্য এলাকায় অনেক পরিবর্তন ঘটেছে। শিক্ষার উন্নয়নের পাশাপাশি সর্বক্ষেত্রে উন্নয়ন এখন দৃশ্যমান। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি পার্বত্য জেলা পরিষদও বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছ, আগামীতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, মোজ্জাম্মেল হক বাহাদুর, পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখরসহ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।