বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিভাগীয় কেন্দ্র হিসাবে এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা। এসময় ক্যাম্পাসে আগত যানসমূহে নিয়ন্ত্রণ বিধি জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিধিনিষেধে বলা হয়, পরীক্ষা চলাকালীন আগত যানবাহনসমূহ কাজলা গেট ও বিনোদপুর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে এবং মেইন গেট দিয়ে বের হবে।পরীক্ষার জন্য নির্ধারিত একাডেমিক ভবনসমূহের সংযোগকারী ছোট সড়কে কোনো যান চলাচল করতে পারবে না। ক্যাম্পাসের কোনো সড়কে ও তার আশেপাশে যানবাহন রাখা যাবে না।
এতে আরও বলা হয়, ঢাবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা গত বারের ন্যায় এবারও বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগের পরীক্ষাটি হবে রাবি ক্যাম্পাসে। শুক্রবার (৩ জুন) প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি পরীক্ষাগুলো হবে ৪, ১০, ১১ও ১৭ জুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।