Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ১১:২০ পিএম

ঢাকার কেরানীগঞ্জে সিএনজি অটোরিকশা ও ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছে। নিহত সিএনজিচালকের নাম মোহাম্মদ শরীফ হোসেন (২৫)।তার বাড়ি ভোলা জেলায় হলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। এই দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার (০১জুন ) রাত ১০টায় কলাতিয়া ইউনিয়নের রঞ্জিতপুর এলাকায় বাইতুল আল-আকসা মসজিদের সামনে।

প্রত্যক্ষদর্শী মোঃ মতিউর রহমান জানান, রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিহত সিএনজিঅটোরিকশা চালক মোঃ শরীফ হোসেন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে আসে। যাত্রী নামিয়ে খালি সিএনজি অটোরিকশা নিয়ে সে আবার মোহাম্মদপুরের দিকে যাচ্ছিল। সিএনজি অটোরিক্সার টি রঞ্জিতপুর বাইতুল আল আকসা জামে মসজিদের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা কলাতিয়া বাজার গামী ইট বোঝাই একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মোহাম্মদ শরীফ হোসেন ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে আশেপাশের লোকজন ঘাতক ট্রাক সহ চালককে আটক করে কলাতিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, আটক চালকের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ