Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে হাসপাতাল থেকে চিকিৎসা সামগ্রী চুরি, আটক-১

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ১১:১৮ পিএম

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় সুমি (২৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুন) সকালে হাসপাতালটি থেকে চিকিৎসা সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় ওই নারীকে আটক করা হয়। আটক সুমি ফরিদপুরের সালথার ময়েনদিয়া গ্রামের রুবেল নামে এক ব্যক্তির স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, আটক সুমি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ড থেকে চিকিৎসা সামগ্রী ব্যাগ ভর্তি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে কোতয়ালী থানা পুলিশের কাছে চিকিৎসা সামগ্রীসহ ওই নারীকে হস্তান্তর করে।

এদিকে আটক সুমি দাবী করেন, হাসপাতালটির ফিমেল মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ বিলকিস এ চিকিৎসা সামগ্রী তাকে দিয়েছেন। ইনচার্জ বিলকিস এই চুরির সাথে জড়িত; আমি না।

এব্যাপারে হাসপাতালটির মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ বিলকিসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে এঘটনা স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব আফসান আক্তার বিষয়টি নিয়ে মিমাংশার চেষ্টা করছেন বলে জানাগেছে। এই শান্তার সাথে কথা বললে তিনি বলেন কোন অপরাধীর দায়ীত্ব আমি নিতে পারি না।

তিনি আরো বলেন, ঘটনা ধামাচাপা দেওয়া নিয়ে যে কথা উঠছে, ব্যাপারটি সম্পূর্ণ ভিত্তিহীন। দাবী করে আফসানা আক্তার শান্তা বলেন, আমি ঘটনাটি কেন ধামাচাপা দিতে যাব? বরং আমি উল্টো অপরাধীদের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করে তোপের মুখে আছি।

শান্তা বলেন, অপরাধীর কোনো ছাড় নেই। সত্যিই যদি সে অন্যায় করে থাকে তবে তার বিচার হোক। অতিশ্রীঘ্রই এব্যাপারে তদন্ত করে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবী তুলেন নার্সের এই নেত্রী।

অন্যদিকে আটকের সময় স্থানীয়রা অভিযোগ করেন, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বেশিরভাগ ওষুধ ও চিকিৎসা সামগ্রী কিনতে হয় বাইরে থেকে। অথচ সরকারি কর্মকর্তা-কর্মচারি ও নার্সরা তা বাইরে বিক্রি করছেন। তাদের ধারণা এর সাথে হাসপাতালের কর্মরতরাও জড়িত আছেন। অবিলম্বে আটককৃত ব্যক্তির মাধ্যমে তা উদঘাটনের দাবি জানিয়ে বাকিদেরও আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ ব্যাপারে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সন্ধ্যা রানী মন্ডল বলেন, এব্যাপারে হাসপাতালের পরিচালকের সাথে কথা বলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে বক্তব্য জানতে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এব্যাপারে ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস,আই) বেলাল হোসেন বলেন, হাসপাতাল থেকে চিকিৎসা সামগ্রীসহ সুমি নামে এক নারীকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এব্যাপারে খোঁজ নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ