বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরের শ্রীবরদীতে হারপিক পান করে সাব্বির আহম্মেদ (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১ জুন) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাব্বির সাতানী শ্রীবরদী এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। সে শেরপুর কৃষি ডিপ্লোমার কোর্স সম্পন্ন করেছিল।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, সাব্বির আহম্মেদ গত চারদিন ধরে ঠিকমতো ঘুমাতে গিয়ে ঘুমাতে পারেনি। ঘুম না হওয়ায় বুধবার সকালে সাতানী শ্রীবরদীর নিজ বাড়িতে বাথরুমে ব্যবহার হারপিক পান করে। এসময় পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি দেখতে পায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাব্বির আহম্মেদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় বিকেলে সে মারা যায়।
নিহতের খালাতো ভাই শফিকুল ইসলাম বাবু বলেন, আমি সাব্বির আহম্মেদের সাথে ময়মনসিংহ গিয়েছিলাম। পথের মধ্যে তার কাছ থেকে জানতে চেয়েছি, কেনো হারপিক পান করেছে, জবাবে সাব্বির বলেছে তার নাকি চারদিন ধরে ঠিকমতো ঘুম হয়নি, এজন্য হারপিক পান করেছে। তবে, সাব্বিরের মাথায় একটু সমস্যা ছিল বলে দাবী করেন তিনি।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।