বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল বুধবার ভোরে টঙ্গীর মিলগেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- গাজীপুরের টঙ্গীর সান্দারপারের মো. রানা, হাজী মাজার বস্তি এলাকার মো. সাগর, একই এলাকার মো. ইমরান হোসেন ও মো. সাগর হোসেন ওরফে বড় সাগর।
টঙ্গী পশ্চিম থানার এসআই মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে টঙ্গীর মিল গেট এলাকায় চার দুষ্কৃতিকারীকে ডাকাতির প্রস্তুতিকালে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা ৪টি ছুরি উদ্ধার করা হয়। টঙ্গীর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, আসামিরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদীন যাবৎ টঙ্গীতে ছিনতাই ও ডাকাতি করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।